• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান, ২ লক্ষ টাকা অর্থদন্ড

  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২৪

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

আসন্ন রমজান উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে বাজার মনিটরিং করে ভ্রাম্যমান আদালতের ২টি মামলায় ৫ হাজার টাকা এবং অপর একটি অভিযানে ৪টি মামলায় ২ লক্ষ ২০ হাজার টাকা অর্থদ- করেছে।  দুটি অভিযানে ৬ মামলায় মোট ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল (০৮ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ বাজার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান এবং দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে হাফছা নাদিয়া বলেন, ঈশ্বরপুর এলাকায় প্রশাসনের অনুমতি না নিয়ে কৃষি জমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করছিল একটি চক্র।  খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়।  এ সময় ৪ জনকে আটক করে ৪টি মামলায় তাদেরকে ২ লক্ষ ২০ হাজার টাকা অর্থদ- করা হয়।  এরমধ্যে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক উপজেলার দক্ষিণবাগ গ্রামের আরিফুল ইসলামের ছেলে নাদিমকে (৩২) পঞ্চাশ হাজার, ঈশরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ছলিমউল্লাহকে (৩০) এক লক্ষ টাকা, বালীগাঁও গ্রামের মৃত রাকিব আলীর ছেলে সাইফুল ইসলামকে (৩২) পঞ্চাশ হাজার টাকা এবং ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ মোতাবেক বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অপর বিচারক ইউএনও মো. আজিজুর রহমান বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে কালীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।  এ সময় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারা অনুযায়ী ১টি মামলায় একজনকে ২ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১টি মামলায় একজনকে ৩ হাজার টাকা অর্থদ- করা হয়।  ২টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমান আদালতের অভিযানকালে কালীগঞ্জ থানার উপ-সহকারী (এসআই) মো. মশিউর রহমান খান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads